তবে এবারের নববর্ষের বাজেট কর্মহীন মানুষের জন্য খরচ করার আহবান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) তিনি ডিসি বরিশালের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন।
যে পোস্টের অনুকূলে অনেকেই এরই মধ্যে এ আহ্বানে সহমত পোষণ করে কমেন্ট করেছেন, আবার অনেকে ভালো পরিকল্পনাও বলছেন।
উল্লেখ্য বিগত কয়েকদিনের মতো আজও বরিশাল জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায় থেকে জেলার বিভিন্ন জায়গায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
এছাড়া বরিশাল নগর, পৌর শহর ও উপজেলা সদরগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ফার্মেসি ছাড়া দোকানপাট, মার্কেট বন্ধ ছিলো। জেলা-উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের নিয়মিত টহল এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। রাস্তাঘাটে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কাজ অব্যাহত থাকার পাশাপাশি গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে বরিশাল নগরে সাধারণ মানুষের আনাগোনা বাড়ায় মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। যেখানে করোনা প্রতিরোধে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চালানো হয়।
অপরদিকে সুনির্দিষ্ট কারণ ছাড়া ঘোরঘুরি করার অপরাধে ৬ জনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে তারা মুচলেকা দিয়ে ছাড়া পায়।
বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এমএস/আরএ