পাবনা (ঈশ্বরদী): উত্তরবঙ্গের বর্ষীয়ান নেতা, সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর নামাজে জানাজা শেষে ঈশ্বরদীর নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তার ছোট ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল বাংলানিউজকে বিষয়টি জানান।
>>>সাবেক ভূমিমন্ত্রী এমপি ডিলু আর নেই
তমাল বাংলানিউজকে বলেন, সকাল ১১টার দিকে সংসদ ভবন এলাকা থেকে লাশবহনকারী অ্যাম্বুলেন্স বাবার মরদেহ নিয়ে ঈশ্বরদীর পথে রওনা হয়েছে।
অ্যাম্বুলেন্সটি বিকেল ৪টার দিকে ঈশ্বরদী শহরের পৌর এলাকার আলীবর্দি সড়কের বাড়িতে এসে পৌঁছাবে। এরপর ঈশ্বরদীর নিজ বাড়ির আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মা’র কবরের পাশে তার মরদেহ দাফন করা হবে। কবরের স্থান বাবা নিজেই ঠিক করে রেখেছিলেন।
>>>শামসুর রহমানের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
বর্ষীয়ান প্রবীণ রাজনৈতিক নেতার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, সিরাজুল ইসলাম সরদার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজ এবং বিভিন্ন সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।