ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে আগুনে পুড়লো ২৩ দোকান, কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
করিমগঞ্জে আগুনে পুড়লো ২৩ দোকান, কোটি টাকার ক্ষতি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে আগুন লেগে ২৩ দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। 

শুক্রবার (০৩ এপ্রিল) সকালে উপজেলার ন্যায়ামতপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।

পরে তা মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে এর আগেই আগুনে ২৩টি দোকানসহ সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোবারক আলী বাংলানিউজকে জানান, বিদ্যুতের শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতি হওয়া দোকানগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।