ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণাকালে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
গোবিন্দগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণাকালে আটক ১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার সময় সাইফুল ইসলামকে (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলার ফাঁসিতলা হাট থেকে তাকে আটক করা হয়।

প্রতারক সাইফুল একই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গেঞ্জি-প্যান্ট পড়ে ফাঁসিতলা হাটে ঢোকেন সাইফুল ও তার লোকজন। এসময় তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হাটে দোকান খোলা থাকায় এবং দোকানিরা মাস্ক না পড়ায় চড়-থাপ্পরসহ তাদের অর্থদণ্ড করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা সাইফুলকে আটক করে থানায় খবর দেয়।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রতারক সাইফুলকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার সহযোগিরা কৌশলে পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।