রোববার (৫ এপ্রিল) এ ঘটনায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে ডিআরইউ নেতারা জানান, আলোকিত বাংলাদেশ পত্রিকায় কর্মরত ডিআরইউ সদস্যসহ অন্য সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে আলোচনা না করে প্রায় তিন মাসের বেতন বকেয়া রেখে ৪ এপ্রিল থেকে মুদ্রণ সংস্করণ স্থগিত করা হয়েছে।
উদ্ভুত পরিস্থিতিতে আলোকিত বাংলাদেশে কর্মরত ডিআরইউ সদস্যসহ সংবাদকর্মীদের চাকুরির অনিশ্চয়তায় বিবৃতির মাধ্যমে গভীর উদ্বেগ জানান ডিআরইউ নেতারা।
বিবৃতিতে নেতারা অবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে সাংবাদিক কর্মচারিদের বকেয়া বেতনসহ উদ্ভুত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আলোকিত বাংলাদেশ পত্রিকার কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
অন্যথায় ডিআরইউর সদস্যদের স্বার্থ রক্ষায় সংগঠন তাদের পাশে দাঁড়াবে এবং উদ্ভুত পরিস্থিতির সব দায়ভার আলোকিত বাংলাদেশ পত্রিকার কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে নেতারা হুশিয়ারি উচ্চারন করেন।
বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এসই/এবি