কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় নিজের পরিবারের জন্যঔষধ কিনতে বের হওয়া আজগর আলী।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তিনি এ কথাগুলো বলেন।
তবে বিভিন্ন এলাকায় কিছু স্বেচ্ছাসেবী ও স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধিদের দেখা যায় সক্রিয়ভাবে মানুষকে মাইকিং করে ঘরে থাকতে আহবান করতে।
গত ৮ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এ ঘোষণার পর ৮ এপ্রিল থেকে মানুষ মনে করেছিল যারা অসচেতন হয়ে এখনো বাইরে ঘুরাফেরা করছেন তাদেরকে ঘরে ফেরাতে সর্বোচ্চ কঠোর হয়ে মাঠে থাকবে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু এরকম কোন কিছুই নজরে আসেনি স্থানীয়দের।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, পুলিশ রয়েছে, অন্যান্য বাহিনীর সদস্যরাও রয়েছে। তারা বিভিন্ন স্থানেই টহলে রয়েছেন। এ ছাড়া আমরাও সচেতন করছি মানুষকে ঘরে থাকতে। এখনো যারা বাইরে আছেন অসচেতনভাবে তাদের মৃত্যুকে তারা নিজেরাই আলিঙ্গন করতে চাচ্ছেন।
বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এমকেআর