ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
মেহেরপুরে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু

মেহেরপুর: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের মূল কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি।  

এসময় মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি উপস্থিত ছিলেন।

এছাড়া মুক্তিযোদ্ধা, মেহেরপুর জেলা পুলিশ, আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠন, অন্যান্য দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।