ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে কচুরিপনার সঙ্গে ভেসে এলো মানুষের কঙ্কাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
আড়াইহাজারে কচুরিপনার সঙ্গে ভেসে এলো মানুষের কঙ্কাল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কচুরিপনার সঙ্গে একটি মানুষের কঙ্কাল ভেসে এসেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালদী পৌর রামচন্দ্রদী বাজার সংলগ্ন নদীর তীর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

গোপালদী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুবউল আলম বাংলানিউজকে জানান, কঙ্কালটি নদীতে কচুরিপানার সঙ্গে ভেসে আসে।

স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সন্ধ্যা ৭ টায় কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালটি পুরুষ নাকি মহিলার তা বোঝা মুশকিল। মাথার খুলি, বুকের পাজর মেরুদণ্ড ও হাত পায়ের সাদা হাড় রয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, অন্যকোনো এলাকায় হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে কঙ্কালটি এক দেড় মাস আগের হতে পারে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।