ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জ থেকে ৭৫ শ্রমিককে ফেরত পাঠালো নৌ-পুলিশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
মুন্সিগঞ্জ থেকে ৭৫ শ্রমিককে ফেরত পাঠালো নৌ-পুলিশ 

মুন্সিগঞ্জ: নারায়ণগঞ্জ সদর থানার গোপচর এলাকা থেকে ট্রলারে করে কিশোরগঞ্জ যাচ্ছিল ৭৫ জন ইটভাটার শ্রমিক। এর মধ্যে ৩৬ জন পুরুষ, ২৮ জন নারী এবং ১১ জন শিশু। 

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মুন্সিগঞ্জ সীমানাধীন ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতুর কাছ থেকে ট্রলারসহ এসব শ্রমিকদের আটক করে মুক্তারপুরে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। তাৎক্ষণিক তাদের গোপচর ফেরত পাঠানো হয়।

 

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধলেশ্বরীতে অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ সদস্যরা। এসময় একটি ট্রলার থেকে ৭৫ জন শ্রমিককে আটক করা হয়। তারা গোপচর থেকে কিশোরগঞ্জে জেলায় যাচ্ছিল। তাদের আজ ভোরেই ফেরত পাঠানো হয়েছে। এরা সবাই ইটভাটার শ্রমিক। তাদের সেখানকার দুইজন ওয়ার্ড মেম্বারের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌ-পুলিশ অনেকদিন ধরে ধলেশ্বরী নদীতে অভিযান চালনা করে শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।