ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মন্ত্রীর বরাতে বাসসের ভুল সংবাদ প্রত্যাহার, জাসদের ধন্যবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
মন্ত্রীর বরাতে বাসসের ভুল সংবাদ প্রত্যাহার, জাসদের ধন্যবাদ .

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে 'দেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশে বিএনপির ইন্ধন' শিরোনামে ভুল সংবাদ পরিবেশিত হয়। কিছুক্ষণ পরই সংবাদটি প্রত্যাহার করা হয়।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ ধরনের কোনো বক্তব্য দেননি বলে রোববার (১৯ এপ্রিল) রাতে তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, তথ্যগত ভুল থাকায় বাসস সংবাদটি সেদিনই প্রত্যাহার করে সঙ্গে সঙ্গে সংশোধিত সংবাদ প্রকাশ করেছে এবং তথ্যমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসত্ত্বেও কয়েকটি গণমাধ্যমে উক্ত ভুল সংবাদের সূত্র ধরে সংবাদ প্রকাশিত হয়, যার প্রেক্ষিতে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিবৃতিও এসেছে।

সংবাদটিতে উল্লিখিত 'ভাড়া করা লোক দিয়ে ত্রাণের জন্য বিক্ষোভ করায় বিএনপির ইন্ধন' এবং ত্রাণে অনিয়মে বিএনপি বা জাসদ বা অন্য কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করে তথ্যমন্ত্রী কোনো বক্তব্য দেননি। তার বক্তব্যের অডিও-ভিডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব নেই। বিধায় এ বিষয়ে আর কোনো বিভ্রান্তির অবকাশ নেই।

জাসদের ধন্যবাদ

তথ্যমন্ত্রীর বরাত দিয়ে বাসসের পরিবেশিত ও প্রকাশিত ভুল সংবাদটি প্রত্যাহার করায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার ধন্যবাদ জানিয়েছেন।

তারা এক বিবৃতিতে বলেছেন, তথ্যমন্ত্রীর বরাতে বাসস পরিবেশিত ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত 'চাল চুরির সাথে জাপা, জাসদ, বিএনপির চেয়ারম্যান-মেম্বাররা যুক্ত' ও 'ত্রাণের জন্য বিক্ষোভের পিছনে বিএনপির ইন্ধন' শীর্ষক সংবাদটি সঠিকভাবে পরিবেশিত ও প্রকাশিত হয়নি দাবি করে তথ্যমন্ত্রীর নির্দেশে বাসস কর্তৃক সংবাদটি প্রত্যাহার করা নেয়া হয়েছে। তথ্যমন্ত্রীর দফতর থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমকে জানিয়ে ভুল বোঝাবুঝির অবসান করায় আমরা ধন্যবাদ জানাই।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এমআইএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।