ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে ত্রাণের দাবিতে রাস্তায় বিহারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
মিরপুরে ত্রাণের দাবিতে রাস্তায় বিহারীরা মিরপুরে ত্রাণের দাবিতে রাস্তায় বিহারীরা। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ত্রাণের দাবিতে কয়েকশত বিহারী নারী-পুরুষরা রাস্তায় অবস্থান নিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বাংলানিউজকে জানান, মিরপুরের আশেপাশের বিহারী ক্যাম্প থেকে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন বিহারী নারী-পুরুষ ত্রাণের জন্য জড়ো হয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। প্রায় দুই ঘণ্টার মতো তারা রাস্তায় অবস্থান করছেন।



মিরপুরে ত্রাণের দাবিতে রাস্তায় বিহারীরা।  ছবি: জি এম মুজিবুর
বিহারীদের দাবি, তারা কোনো ত্রাণ পায়নি। এজন্য তারা রাস্তায় জড়ো হয়েছেন।

এদিকে ত্রাণের বিষয়ে বিহারীদের সঙ্গে স্থানীয় কাউন্সিলররা কথা বলছেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।