মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বাংলানিউজকে জানান, মিরপুরের আশেপাশের বিহারী ক্যাম্প থেকে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন বিহারী নারী-পুরুষ ত্রাণের জন্য জড়ো হয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। প্রায় দুই ঘণ্টার মতো তারা রাস্তায় অবস্থান করছেন।
বিহারীদের দাবি, তারা কোনো ত্রাণ পায়নি। এজন্য তারা রাস্তায় জড়ো হয়েছেন।
এদিকে ত্রাণের বিষয়ে বিহারীদের সঙ্গে স্থানীয় কাউন্সিলররা কথা বলছেন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এজেডএস/আরআইএস/