বুধবার (২২ এপ্রিল) র্যাব-৮-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতার নজরুল বানারীপাড়া থানাধীন করফাকর এলাকার বাসিন্দা।
র্যাব ও থানাপুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে কতিপয় দুষ্কৃতিকারী বানারীপাড়া থানাধীন সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামের কাওসার কবিরাজকে নলশ্রী গ্রামের একটি বাগানে নিয়ে যায় এবং লাঠি ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে তার ঘাড় ও হাত ভেঙে দেয়। শুধু তাই নয়, মারধরের পর আসামিরা কাওসারকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় তিনি চিকিৎসা করাতে ব্যর্থ হন।
এরই মাঝে গত ১৯ এপ্রিল অবস্থার অবনতি হলে স্বজনরা উদ্ধার করে প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল ভোররাত ৪টার দিকে কাওসারের মৃত্যু হয়।
এ ঘটনার পর বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা রওশন আরা বেগম । মামলায় স্থানীয় এক ছাত্রলীগ নেতা ও এক পল্লী চিকিৎসকসহ ৭ জনের নাম উল্লেখ করে ও আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা হিসেমে আসামি করা হয়।
হত্যাকাণ্ডের ব্যাপারে নিহত কাওসার কবিরাজের স্ত্রী ও মা জানান, ঘটনার আগে আগে তাদের মামুন নামে তাদের এক প্রতিবেশীর মোবাইল চুরি হয়। সে সময় মামুনের পক্ষ নিয়ে আরেক প্রতিবেশী কাঞ্চন ও তার ছেলে জহিরুল পূর্ব শত্রুতার জেরে কাওসারের ওপর ওই চুরির দায় চাপান। দিনমজুর কাওসার এর প্রতিবাদ করায় কাঞ্চন ও জহিররুলসহ তাদের সহযোগিরা পরিকল্পিতভাবে তাকে মারধর করে। শুধু তাই নয়, ঘটনার পর আসামিরা বাড়িতে অবরুদ্ধ করে রাখায় তিনি চিকিৎসা করাতেও ব্যর্থ হন এবং এক পর্যায়ে মারা যান।
মামলার সত্যতা স্বীকার করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে কাওসারের বড় ভাই মিজানুর রহমানকেও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এমএস/এইচজে