ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুর সদর হাসপাতালের জরুরি ছাড়া সব বিভাগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
শেরপুর সদর হাসপাতালের জরুরি ছাড়া সব বিভাগ বন্ধ

শেরপুর: শেরপুরে এক চিকিৎসক ও এক টেকনিশিয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় জরুরি বিভাগ ছাড়া সদর হাসপাতালের সব বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ জানান, গত ছয়দিনে ১৭০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে।

রোববার রাতে চার জনের নমুনা পরীক্ষা শেষে ওই দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

তাদের দু’জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

আক্রান্তরা হচ্ছেন শেরপুর জেলা সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ ও প্যাথলজি বিভাগের এক টেকনিশিয়ান। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।  এরমধ্যে পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২১ জনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকায় পাঠানো হয়েছে। ১৮ জন বর্তমানে শেরপুরে চিকিৎসাধীন আছেন।

জেলা সদর হাসপাতালে ডাক্তার এবং টেকনিশিয়ান আক্রান্ত হওয়ায় জরুরি বিভাগ ছাড়া বাকি সব কার্যক্রম বন্ধ করে দিয়ে হাসপাতাল জীবাণুমুক্ত করার কাজ চলছে বলেও জানানো হয়েছে।

করোনা ভাইরাস আক্রান্ত ওই চিকিৎসক ও টেকনিশিয়ানের সংস্পর্শে আসা ২২ জন চিকিৎসক, স্টাফ ও টেনিশিয়ানকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।