ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শান্তিনগরে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
শান্তিনগরে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর শান্তিনগরে একটি বাসা থেকে রুজিনা আক্তার (১৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে শান্তিনগরের ১৪ নম্বর চামেলীবাগ বাসার বাথরুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, দরজা ভেঙে বাথরুমে কাপড়ের হেঙ্গারের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, গৃহকর্মীর বাড়ি ময়মনসিংহ কোতোয়ালি থানায়। শান্তিনগরের ওই বাসায় গৃহকর্তা সোহান ইবনে আকরামের বাসায় দেড় বছর ধরে কাজ করে আসছিল। রুজিনার মা-নানীও এ বাসায় এক সময় কাজ করতো। সম্প্রতি মেয়েটা গৃহকর্ত্রীর কাছে দুটি জামা কিনে দিতে বলে। গৃহকর্ত্রী লকডাউন শেষ হলে মার্কেট খুললে তাকে জামা কিনে দেবে বলে জানায়। এরপর সে মন খারাপ করে থাকে। এছাড়াও মেয়েটি কিছুটা অসুস্থ্যও ছিল। এখন কি কারণে সে গলায় ফাঁস দিয়েছে তা জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।