ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আরব আমিরাতকে খাদ্যসামগ্রী উপহার পাঠালো বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ১, ২০২০
আরব আমিরাতকে খাদ্যসামগ্রী উপহার পাঠালো বাংলাদেশ

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতকে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, মৌসুমি ফল ও শাকসবজি।

শুক্রবার (১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতকে উপহার হিসেবে বাংলাদেশ থেকে বাংলামতি চাল, মৌসুমি ফল ও শাকসবজি পাঠানো হয়েছে।

মৌসুমি ফলের মধ্যে রয়েছে- তরমুজ ও আনারস। এছাড়া সবজির মধ্যে রয়েছে- ঢেঁড়স, আলু, শসা ইত্যাদি। ইতিহাদ এয়ারের একটি কার্গো ফ্লাইটে এসব খাদ্যসামগ্রী সেদেশে পাঠানো হয়েছে।

চলতি বছর জানুয়ারিতে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠক হয়। সে সময় বাংলাদেশের কৃষিখাতের অগ্রগতি নিয়ে আলোচনা করেন ড. মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের পণ্য বিশেষ করে কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া এ কার্গো ফ্লাইটে আমিরাত কর্তৃপক্ষ আরও ৪০ টন শাকসবজি ও মাংস ক্রয় করে নিয়ে যাবে। এটা দু’দেশের মধ্যে বাণিজ্যের শুভ সূচনা হতে পারে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ০১, ২০২০
টিআর/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।