শুক্রবার (১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতকে উপহার হিসেবে বাংলাদেশ থেকে বাংলামতি চাল, মৌসুমি ফল ও শাকসবজি পাঠানো হয়েছে।
চলতি বছর জানুয়ারিতে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠক হয়। সে সময় বাংলাদেশের কৃষিখাতের অগ্রগতি নিয়ে আলোচনা করেন ড. মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের পণ্য বিশেষ করে কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া এ কার্গো ফ্লাইটে আমিরাত কর্তৃপক্ষ আরও ৪০ টন শাকসবজি ও মাংস ক্রয় করে নিয়ে যাবে। এটা দু’দেশের মধ্যে বাণিজ্যের শুভ সূচনা হতে পারে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ০১, ২০২০
টিআর/ওএইচ