ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতকড়াসহ আসামির পলায়ন, ৪ পুলিশ ক্লোজড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ৭, ২০২০
হাতকড়াসহ আসামির পলায়ন, ৪ পুলিশ ক্লোজড

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় এরাকো চাকমা (২০) নামে এক আসামি হাতকড়াসহ পালিয়েছেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের চার সদস্য সাময়িক ক্লোজড হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে এ ঘটনা ঘটে। পলাতক আসামি পানছড়ির মানিক্কা পাড়ার আবোদা চাকমার ছেলে।

পুলিশ জানায়, গত ৬ মে ভোরে জেলার পানছড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এরাকো চাকমা। জনতার গণধোলাইয়ে আহত হন তিনি।

পরে তাকে পুলিশ প্রহরায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে বৃহসস্প্রতিবার ভোরে হাতকড়াসহ পালিয়ে যান এরাকো চাকমা।

খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ বাংলানিউজকে বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে সাময়িক ক্লোজড করা হয়েছে। পরে তদন্ত করে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ০৭, ২০২০
এডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।