ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে অটোরিকশা, মিশুক জীবাণুমুক্ত করার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মে ১২, ২০২০
মুন্সীগঞ্জে অটোরিকশা, মিশুক জীবাণুমুক্ত করার দাবি ছবি: বাংলানিউজ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শ্রীপল্লী এলাকায় ফিরছিলেন রাজন হোসেন। পথিমধ্যে চালককে তিনি বললেন, ‘গাড়িতে প্রতিদিন অনেক যাত্রী উঠে। ঠিকমতো জীবানুনাশক স্প্রে করা হয় কিনা।’ এমন প্রশ্নের উত্তরে চালক হেসে বললেন, ‘কি যে বলেন ভাই, করোনা এখন আর আছে নাকি।’

রাজন হোসেন তার উত্তর শুনে মাঝ পথেই গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় যান। বাংলানিউজকে তিনি বলেন, মুন্সীগঞ্জ শহরে অসংখ্য ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক চলাচল করছে।

এসব গাড়িতেই এখন মানুষজন বেশি যাতায়াত করে থাকেন। কোনো করোনা উপসর্গ রোগীকে যদি এসব গাড়ি দিয়ে হাসপাতাল নেওয়া হয় আর এটা যদি জীবানুমুক্ত না করা হয় তাহলে করোনা সংক্রমণের শঙ্কা থাকবে। এসব পরিবহনে বেশি যাত্রীও বহন করতে দেখা যায় স্বাস্থ্যবিধি না মেনে। এছাড়া অনেকেই গাড়িতে বিভিন্ন স্থানে হাত দিয়ে ধরেও থাকেন। যদি গ্যারেজে থাকাকালীন ও যাত্রী নামানোর পর জীবানুনাশক স্প্রে করা হয় তাহলে ভালো হয়। তার মতো এমন দাবী শহরের বাসিন্দাদেরও।  

তবে গ্যারেজ মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এখনও কোনো জীবাণুমুক্ত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেননি। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যাত্রীদেরও এসব গাড়িতে চলাচলের জন্য সাবধানতা মেনে চলা উচিত। গাড়িতে বসার স্থানে জীবাণুনাশক স্প্রে করা যেতে পারে।  

শহরের গ্যারেজ মালিক আকতার হোসেন জানান, আমাদের কাছে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবুও আমরা চালকদেরকে বলেছি যাতে জীবানুনাশক স্প্রে করে গাড়িতে যাত্রী উঠানো হয়। অনেকেও মানছেন আবার অনেকেই মানছেন না। গ্যারেজ মালিকদের যদি এসব ব্যাপারে সহায়তা করা হয় তাহলে ভালো হবে।  

শিক্ষক তানজিল হাসান জানান, কিছু মিশুক চালকদের তালিকা করে বিশেষ ব্যবস্থায় এসব যান চালানো উচিৎ। পৌরসভার উচিৎ এসব যান জীবাণুনাশক করে সড়কে চলাচলে অনুমতি দেওয়া।  

যাত্রী সাঈদ নওশাদ জানান, ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক এসব প্রতিদিন অনেক যাত্রী বহন করে। এছাড়া তারা বিভিন্ন স্থানে যাতায়াত করে। অনেক চালক ঠিক মতো মাস্কও পড়েন না। চালক ও যাত্রীদের গায়ে গা ঘেষে বসে থাকতেও দেখা যায়। এসব গাড়িগুলোও ঝুঁকিপূর্ণ।  

কয়েকজন মিশুক চালক জানান, সাধ্যমতো চেষ্টা করি স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য। কিন্তু অনেক সময় ভুলে মাস্ক বাসায় রেখেই বাইরে চলে আসি। যাত্রীদেরকেও বলি, গাড়িতে দু’জনের বেশি না বসতে। কিন্তু তারা অনেকেই মানেন না।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় বলেন, নিজ নিজ গাড়িতে অবশ্যই জীবাণুনাশক স্প্রে করা প্রয়োজন। অনেক যাত্রী গাড়িতে উঠার আগে জীবানুনাশক স্প্রে করছেন, এটি ভালো একটি বিষয়। চালকদেরসহ সবার উচিত পরিচ্ছন্ন রাখার জন্য সুরক্ষা সামগ্রী গাড়িতেই রাখা। যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার পর তাৎক্ষণিকভাবে স্প্রে করা। এছাড়া যাত্রী ও চালকদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। গ্যারেজ মালিকদের উচিত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। এছাড়া মুন্সীগঞ্জ পৌরসভাও গ্যারেজ মালিকদেরকে এই ব্যপারে নির্দেশনা দিতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মে ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।