ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনা মোকাবিলায় সেনাবাহিনী অগ্রণী ভূমিকা রাখছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ১৫, ২০২০
করোনা মোকাবিলায় সেনাবাহিনী অগ্রণী ভূমিকা রাখছে

রাঙামাটি: রাঙামাটি ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান বলেছেন, পাহাড়ে সন্ত্রাস দমনের পাশাপাশি করোনা মোকাবিলায়ও সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে।  শুধু তাই নয়, দেশের যেকোন দূর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সামনে থেকে কাজ করে।

শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে রাঙামাটি স্টেডিয়ামে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে এক মিনিটের বাজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজিয়ন কমান্ডার আরও বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষের জন্য মূলত আমাদের এই আয়োজন।

যারা অর্থনৈতিকভাবে কষ্টে দিন কাটাচ্ছে। মানুষকে সবজি দেওয়ার মূল কারণ হলো- করোনার কারণে যান চলাচল বন্ধ থাকায় এবং মানুষ ঘর থেকে বের না হওয়ার কারণে কৃষকের ফসল জমিতে নষ্ট হচ্ছে। তারা উৎপাদিত ফসল বিকিকিনি করতে না পারায় আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। যে কারণে কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত ফসল সেনাবাহিনী ন্যায্য মূল্যে কিনে তাদের অর্থনৈতিক ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা করছে।

ব্রিগেডিয়ার জেনারেল জানান, জীবাণুনাশক স্প্রে এবং শারীরিক দূরত্ব রক্ষা করে রাঙামাটি শহরে আবারো এ ধরনের উদ্যোগ পরিচালনা করা হবে। পাশাপাশি রাঙামাটির নানিয়ারচর জোন, কাপ্তাই জোন, বান্দরবান জেলা, খাগড়াছড়ি জেলা এবং খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে বিনামূল্যে দ্রব্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ঢেঁড়শ, শষা, বরবটি, কঁচুর লতি, মিষ্টি কুমড়া, চিচিংগা এবং কাঁচামরিচ।

এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি জোনের জোন কমান্ডার লে. কর্নেল রফিকুল ইসলাম ও মেজর মাহবুবুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।