শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে রাঙামাটি স্টেডিয়ামে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে এক মিনিটের বাজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজিয়ন কমান্ডার আরও বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষের জন্য মূলত আমাদের এই আয়োজন।
ব্রিগেডিয়ার জেনারেল জানান, জীবাণুনাশক স্প্রে এবং শারীরিক দূরত্ব রক্ষা করে রাঙামাটি শহরে আবারো এ ধরনের উদ্যোগ পরিচালনা করা হবে। পাশাপাশি রাঙামাটির নানিয়ারচর জোন, কাপ্তাই জোন, বান্দরবান জেলা, খাগড়াছড়ি জেলা এবং খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে বিনামূল্যে দ্রব্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ঢেঁড়শ, শষা, বরবটি, কঁচুর লতি, মিষ্টি কুমড়া, চিচিংগা এবং কাঁচামরিচ।
এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি জোনের জোন কমান্ডার লে. কর্নেল রফিকুল ইসলাম ও মেজর মাহবুবুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১৫, ২০২০
আরএ