ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফের দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার বাবুরহাট বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, মে ১৭, ২০২০
ফের দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার বাবুরহাট বন্ধ ঘোষণা

নরসিংদী: করোনা ভাইরাসের বিস্তার ও মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ফের দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৬ মে) বিকেলে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এ ঘোষণা দেন। এর আগে গত ৩১ মার্চ করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে এ বাজার বন্ধ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানায়, দেশে সাম্প্রতিক করোনা প্রকোপের মুখে সারা দেশের মতোই প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর ঐতিহ্যবাহী পাইকারি কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ব্যবসায়ীদের দুর্দশা ও আসন্ন ঈদ উপলক্ষে গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত শর্তসাপেক্ষে সীমিত আকারে এ বাজার খোলার অনুমতি দেওয়া হয়। পরে ব্যবসাকার্য পরিচালনার জন্য ওই সময়সীমা বৃদ্ধি করে ১৬ মে করা হয়।  

কিন্তু ব্যবসায়ীদের পাইকারি, খুচরা সব ধরনের অর্ডার শুধুমাত্র অনলাইন বা মোবাইলে নেওয়ার শর্ত থাকলেও অধিকাংশই তা মানেননি। অনেক ব্যবসায়ী দোকান খোলা রেখে স্বাস্থ্যবিধি না মেনেই ব্যবসা পরিচালনা করছিলেন। এছাড়া সব লেনদেন অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন করার কথা থাকলেও তা সরাসরি সম্পন্ন করা হচ্ছে। বাবুরহাট দেশের বৃহৎ পাইকারি বাজার হওয়ায় দেশের বিভিন্ন জেলার ক্রেতা এখানে ভিড় করছেন। বাজারে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সামাজিক দূরত্ব না মেনেই চলছে ব্যবসা। এসব কারণে জেলায় করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকিও বাড়ছে। এরই মাঝে জেলায় করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বেড়ে গেছে। সার্বিক বাস্তবতায় পুনরায় এ বাজার বন্ধের সিন্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ব্যবসায়ীদের কথা বিবেচনা করে শর্ত সাপেক্ষে দুই দফায় বাবুরহাট চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু কিছু ক্ষেত্রে শর্ত পালন না করায় এবং হাটের লেনদেন শেষের দিকে চলে আসায় স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বাবুরহাট বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, মে ১৭, ২০২০ 
এসবি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।