ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদ উদযাপনে রাজশাহীতে খাদ্যসামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ২২, ২০২০
ঈদ উদযাপনে রাজশাহীতে খাদ্যসামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

রাজশাহী: রাজশাহী মহানগরীর শ্রীরামপুর টি-বাঁধের আশপাশের এলাকার ২০০ জনের মধ্যে শুক্রবার (২২ মে) সকালে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এর আয়োজন করে। এসময় দরিদ্র ও অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন লে. কর্নেল ফকরুল ইসলাম চৌধুরী।

তারা করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষকে ঈদ উপহার হিসেবে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়। শারীরিক দূরত্ব বজায় রেখে সকাল থেকে এসব বিতরণ করা হয়।

বর্তমান পরিস্থিতিতে সারাদেশেই খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। রাজশাহীতে সরাসরি কৃষকের ক্ষেত থেকে নায্যমূল্যে সবজি কিনে তারা বিতরণও করেছে। বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে তাদের সেবা কার্যক্রমও।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ২২, ২০২০
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।