ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউনাইটেডে নিহত ৫ জন করোনা আইসোলেশন ইউনিটে ছিলেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, মে ২৭, ২০২০
ইউনাইটেডে নিহত ৫ জন করোনা আইসোলেশন ইউনিটে ছিলেন

ঢাকা: রাজধানীর গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পাঁচ জনই করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগের সামনে করোনা রোগীদের জন্য তৈরি আলাদা তাবুতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার মো. রায়হান বাংলানিউজকে জানান, এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন পাঁচ জন মারা গেছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাবু তৈরি করে করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিলো। সেখানে পাঁচ জন চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডে তারা মারা গেছেন। এর বাইরে আর কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, মে ২৭, ২০২০
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।