ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মশা নির্মূলে গুলশানে ডিএনসিসির অভিযান, জরিমানা ৫০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুন ১, ২০২০
মশা নির্মূলে গুলশানে ডিএনসিসির অভিযান, জরিমানা ৫০ হাজার

ঢাকা: এডিস মশা নির্মূল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার উদ্দেশে রাজধানীর গুলশানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ দ্রব্য রাখায় একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সোমবার (১ জুন) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া। এসময় গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে ২০টি দোকান এবং অন্যান্য স্থাপনা পরিদর্শন করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখার অপরাধে একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়া কয়েকটি দোকান ও ভবনের ভেতরে-বাইরে ময়লা-আবর্জনা থাকায় তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।  

এডিস মশা নির্মূল এবং অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএনসিসি।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ০১, ২০২০
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।