ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল নিশ্চিতে পুলিশের তল্লাশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুন ৩, ২০২০
স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল নিশ্চিতে পুলিশের তল্লাশি

ঝিনাইদহ: সরকারি নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। 

বুধবার (০৩ জুন) সকালে ঝিনাইদহে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও হামদহসহ ৬টি রুটে তল্লাশি চালানো হচ্ছে।

সরকার নির্ধারিত হারে ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা যাত্রীদের সঙ্গে কথা বলে নিশ্চিত করা হয়।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে বাসে যাত্রী উঠানো হয়েছে কিনা তাও পরীক্ষা করা হয়। স্থানীয় ও দূরপাল্লার চলাচলকারী বাস থামিয়ে যাত্রী যাচাই করা হয়। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।  

এছাড়াও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বাস কাউন্টারে কর্মরতদের অতিরিক্ত ভাড়া না নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার পরামর্শও দেওয়া হয়।  

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন, গৌরাঙ্গ পাল, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।