ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গল বিএমএ’র উদ্যোগে প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, জুন ৫, ২০২০
শ্রীমঙ্গল বিএমএ’র উদ্যোগে প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান

মৌলভীবাজার: বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে করোনা মোকাবিলার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম হাতে বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায় ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. প্রদীপ লাল বণিক, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, বিএমএ এর সদস্য ডা. রঞ্জন দাশ, সরকারি শিশু পরিবার এর রিটেইনার ও বিএমএ এর সদস্য ডা. নাজেম আল কোরেশী রাফাত।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করায় বিএমএ এর উপস্থিত সবাইকে  ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রীমঙ্গল উপজেলায় বেশ কিছু দরিদ্র মানুষের সহযোগিতার ক্ষেত্রে এই অর্থটি কাজে লাগবে। বিএমএ এর পক্ষ থেকে এরকম একটি উদ্যোগ অন্যদেরকেও অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘন্টা, জুন ০৫, ২০২০
এসএমএকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।