ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জে গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুন ৫, ২০২০
চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জে গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ: চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুরে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে চাঁদাবাজির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেন অটো ডায়মন্ড ব্রিকসের ম্যানেজার সাব্বির।

অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জের ওপর দিয়ে অটো ডায়মন্ড ব্রিকস টাইলস যাওয়ার সময় একটি পরিবহনে চাঁদা দাবি করেন হীরাসহ পাঁচজন। টাকা না দিয়ে কোনো টাইলস এ পথে যেতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরে এ ঘটনায় ম্যানেজার সাব্বির থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, চাঁদাবাজির অভিযোগে হীরাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি কোম্পানির গাড়ি যাওয়ার সময় সেটি আটকে চাঁদা দাবি করেছেন এবং টাকা ছাড়া কোন মালামাল যেতে দেবেন না বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ০৫, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।