শুক্রবার (৫ জুন) দুপুরে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে চাঁদাবাজির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেন অটো ডায়মন্ড ব্রিকসের ম্যানেজার সাব্বির।
অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জের ওপর দিয়ে অটো ডায়মন্ড ব্রিকস টাইলস যাওয়ার সময় একটি পরিবহনে চাঁদা দাবি করেন হীরাসহ পাঁচজন। টাকা না দিয়ে কোনো টাইলস এ পথে যেতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরে এ ঘটনায় ম্যানেজার সাব্বির থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, চাঁদাবাজির অভিযোগে হীরাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি কোম্পানির গাড়ি যাওয়ার সময় সেটি আটকে চাঁদা দাবি করেছেন এবং টাকা ছাড়া কোন মালামাল যেতে দেবেন না বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ০৫, ২০২০
ওএইচ/