ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ৪ গ্রাম ক্ষতিগ্রস্ত, আহত ৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুন ৬, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ৪ গ্রাম ক্ষতিগ্রস্ত, আহত ৫ 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলার ঝড়ে ৪ গ্রামের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচজন।

শনিবার (৭ জুন) সকালে এ ঝড় বয়ে যায়। আহতদের নাম জানা যায়নি।

ঝড়ে সরাইলের বুড্ডাপাড়া ও নাসিরনগরের সদরের পশ্চিমপাড়া, আশুরাইল বেনীপাড়া ও শ্রীঘর গ্রামের বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। গাছপালা ভেঙে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।  

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী বাংলানিউজকে বলেন, সকালে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে কাঁচা-পাকাসহ বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগস্ত হয়েছে এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচজন। আমরা ক্ষতিগস্থ গ্রামগুলো পরিদর্শন করছি।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।