ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে বজ্রপাতে আরও ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুন ৬, ২০২০
হবিগঞ্জে বজ্রপাতে আরও ৩ জনের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কিশোরসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।

শনিবার (৬ জুন) সকালে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে।

মৃতরা হলেন- আজমিরীগঞ্জের রনিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে মারফত আলী (১৬), আবেদ আলীর ছেলে রবিন মিয়া (১৭) এবং শায়েস্তাগঞ্জের চণ্ডিপুর গ্রামের আছকির মিয়া (৫৫)।

 

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খন্দকার বাংলানিউজকে বলেন, সকাল ৯টার দিকে স্থানীয় হাওরে কাজ করছিলেন পাঁচজন। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই  ওই দুই কিশোরের মৃত্যু হয় এবং আহত হন তিনজন। আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ ইউএনও সুমী আক্তার বাংলানিউজকে বলেন, সকালে বজ্রপাতে উপজেলার নূরপুর ইউনিয়নের আকসির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

এর আগে শুক্রবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশু। নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া দিয়েছে স্থানীয় প্রশাসন।  

** ধর্মপাশায় বজ্রপাতে জেলের মৃত্যু

** ভোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad