ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ১৫, ২০২০
জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক

বরিশাল: উগ্রবাদী বই ও লিফলেটসহ জেএমবির দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

সোমবার (১৫ জুন) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটক খোকন মিয়া (২৭) মাদারীপুর জেলার রাজৈর থানার ঘোষালকান্দি এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে।

এর আগে মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে খোকন মিয়া। পাশাপাশি দাওয়াতি কাজ পরিচালনার জন্য দেশের বিভিন্ন জেলায় গিয়ে গোপন মিটিং, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বলেও স্বীকার করেন।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।