ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কামরানের মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনারের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ১৫, ২০২০
কামরানের মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনারের শোক

ঢাকা: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
 

সোমবার (১৫ জুন) টুইটারে এক শোক বার্তায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষে মানুষে গভীর বন্ধন গড়তে সব সময় ভূমিকা রেখেছেন।

এই কঠিন সময়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ডিকসন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সোমবার (১৫ জুন) ভোররাতে ঢাকা সিএমএইচে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুন ১৫, ২০২০
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।