ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

তিন মাস বাসায় থেকেও করোনা আক্রান্ত হলেন সাংবাদিক আবেদ খান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুন ২১, ২০২০
তিন মাস বাসায় থেকেও করোনা আক্রান্ত হলেন সাংবাদিক আবেদ খান

ঢাকা: দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক সাংবাদিক আবেদ খানের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি ও তার স্ত্রীসহ পরিবারের ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার জন্য দিলে শনিবার (২০ জুন) রিপোর্ট পজিটিভ এসেছে। 

এদিন রাতে আবেদ খান নিজেই বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দেই।

আজ জানতে পারলাম রিপোর্ট পজিটিভ এসেছে।

আবেদ খান বলেন, তিন মাস বাসায় ছিলাম অথচ আমিসহ আমার স্ত্রী ও পরিবারের ছয়জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছি। ভালো আছি তবে শরীরে জ্বর আছে। সব নিয়ম-কানুন মেনেই বাসায় অবস্থান করছি।  

সাংবাদিক আবেদ খান ছাড়া তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুন ২১, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।