ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রমিক নেওয়া স্থগিত করলো মালয়েশিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জুন ২২, ২০২০
শ্রমিক নেওয়া স্থগিত করলো মালয়েশিয়া

ঢাকা: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন করে শ্রমিক নেওয়া স্থগিত করলো মালয়েশিয়া সরকার। করোনা ভাইরাসের বিস্তার রোধ এবং দেশটির নিজেদের কর্মীদের আরও দক্ষ করে তোলার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছি দেশটি।

সোমবার (২২ জুন) দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, মালয়েশিয়ায় বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুই মিলিয়ন কর্মী কাজ করছেন।

তবে মালয়েশিয়া সরকারের অনলাইন মাধ্যমে নেপাল ও বাংলাদেশের জন্য নতুন লোক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে থাকলেও এই মহামারির কারণে এই বছর আর তা হচ্ছে না।

মন্ত্রী আরও বলেন, যে চাকরিগুলো বিদেশিরা করতেন, এখন থেকে সেখানে শূন্য পদ সৃষ্টিতে কাজ করবে সরকার। এসব শূন্যপদ পূরণ করে মালয়েশীয়দের নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের নিশ্চিত করা দরকার যে, কর্মীদের প্রশিক্ষণ দিয়ে এমন দক্ষ তৈরি করতে হবে যাতে বিদেশি কর্মী ছাড়াও তারা কাজ করতে পারে।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, জুন ২২, ২০২০
এইচএমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।