গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার রাজাবাড়ী এলাকায় ভাঙারি দোকান-রিকশার গ্যারেজ ও ঝুট গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২২ জুন) দিনগত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, রাতে কোনাবাড়ী থানার রাজাবাড়ী এলাকায় মো. তোজাম ও আমিনুল ইসলামের ঝুট গুদাম, ভাঙারির দোকান ও রিকশার গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষণে আগুনে একটি ভাঙারি দোকান, একটি রিকশার গ্যারেজ ও একটি ঝুট গুদাম পুড়ে গেছে। এতে আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জুন ২৩, ২০২০
আরএস/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।