ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ২ প্রহরীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ২৩, ২০২০
নারায়ণগঞ্জে ২ প্রহরীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বিসিক শিল্পনগরী থেকে দুই সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ জুন) ভো‌রে বিসিকের ২ নম্বর সড়‌কের ৫ নম্বর গলির লতিফ নিটিংয়ের সামনে থেকে মাথা থেতলানো অবস্থায় ওই দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতরা হলেন- লতিফ ডাইংয়ের সিকিউরিটি গার্ড আশরাফুল (৭০) ও লাল চাঁন (৩৮)।

 

নিহত আশরাফুলের ছেলে আমিনুলের দাবি, তার বাবার সঙ্গে কারো কোন শত্রুতা ছিল না। তার ধারণা, কেউ হয়তো পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করে লাশ সড়কের পাশে রেখে গাড়ি দিয়ে চাপা দিয়েছে। কারণ একটি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড হয়ে তিনি নিজের থেকে সড়কের পাশে ঘুমিয়ে থাকতে পারেন না, যাতে করে কোনো দুর্ঘটনা ঘটতে পারে।  

নিহত লাল চানের বড় ভাই লাল মোহনেরও একই রকম দাবি, তার মতে, সিকিউরিটি গার্ড হিসেবে তার ভাই প্রতিষ্ঠানের ভেতরে থাকার কথা, বাইরে নয়। কিন্তু তার মরদেহ পাওয়া যায় বাইরে। এই ঘটনা রহস্যজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।  

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মরদেহের সুরতহাল করেছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তারা গাড়িচাপায় নিহত হয়েছেন। তবে ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ গুরুত্ব সহকারে এ ব্যাপারে তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২২, ২০২০
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।