ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পোস্তগোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, জুন ২৭, ২০২০
পোস্তগোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ঢাকা: পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল (২১) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোহী আক্কাস (২৪) ও জাকির (২২) নামে দুই যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে জাহিদ নামে এক যুবক জানান, দুর্ঘটনাকবলিতরা ধোলাইপাড় যুক্তিবাদী গলি এলাকায় থাকেন।

আহত জাকির একটি ছোটখাটো সেলুনের মালিক। নিহত শাকিল ও আহতরা একে অপরের বন্ধু।

তিনি আরো বলেন, রাতে মোটরসাইকেল নিয়ে ওই তিনজন ঘুরতে বের হন। তবে ঘটনার সময় কারও মাথায় হেলমেট ছিল না। পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় প্রথমে তারা আহত হন বলে আমরা জানতে পেরেছি। পরে তিনজনকেই উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শাকিল রাত ১১টার দিকে মারা যান। আহত দু’জন চিকিৎসাধীন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, পোস্তগোলা ব্রিজের উপর একটি দুর্ঘটনা হয়েছে, সংবাদটি ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প আমাদের দিয়েছে। আমরা বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, জুন ২৭, ২০২০
এজেডএস/ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।