ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকের নামে মামলা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটের নিন্দা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ২৮, ২০২০
সাংবাদিকের নামে মামলা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটের নিন্দা সাংবাদিক চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও বদরুল আলম, ফাইল ফটো

সুনামগঞ্জ: সরকারি ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছিলেন হবিগঞ্জের বেশ কয়েকজন সাংবাদিক। এর জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। 

এ নিয়ে তীব্র সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে অনেকেই বলছেন, অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

একইসঙ্গে ওই কর্মকর্তার দুর্নীতি বের করতে হবে। প্রতিবাদ জানাচ্ছে সাংবাদিক সমাজও। ইতোমধ্যেই মামলা প্রত্যাহারে আন্দোলনের ডাক দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

গত ১৫ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এতে আসামি করা হয় মাছরাঙা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ ও বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বদরুল আলমসহ আরও কয়েকজনকে।

এ ঘটনায় সুনামগঞ্জের সাংবাদিকরাও প্রতিবাদ জানিয়েছেন। নিন্দা জানিয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

রোববার (২৮ জুন) বিকেলে এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি (এসআরইউ)'র সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি'র সিনিয়র সহ-সভাপতি মাসুম হেলাল, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, যুগ্ম-সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক বিশ্বজিৎ সেন পাপন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক মুশাইদ রাহাত, সাংস্কৃতি-ক্রীড়া ও তথ্য-প্রযুক্তি সম্পাদক রুজেল আহমদ, কার্য নির্বাহী সদস্য মাহবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, অরুণ চক্রবর্তী, হিমাদ্রী শেখর ভদ্র,  সহ সম্মানিত সদস্য আবেদ মাহমুদ চৌধুরী, আল-হেলাল, মাসুক মিয়া, সেলিম আহমদ তালুকদার, শামস শামীম, মাহমুদুর রহমান তারেক, সাহাবউদ্দিন আহমেদ, শামসুল কাদির মিছবাহ, মো. জসিম উদ্দিন, একে কুদরত পাশা, আশিকুর রহমান পীর, রাজন মাহবুব, শহীদনূর আহমেদ, বিপ্লব রায়, আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আমিনুল হক, ফোয়দ মনি, হাসান চৌধুরী, দেওয়ান তসদ্দুক রাজা ইমন, কর্ণ বাবু
দাস।

এদিকে অপর এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময় ঘন্টা: ২০৪০ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।