ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জুন ২৯, ২০২০
পটুয়াখালীতে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ১

পটুয়াখালী: পটুয়াখালীতে হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রিপন শরীফকে (৩২) অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৮ জুন) বিকেলে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে রিপন শরিফের ঘর তল্লাশি করে দু’টি ওয়ানশুটারগান, ১০ রাউন্ড গুলি ও ৫৩ পিচ ইয়াবা জব্দ করা হয়। রিপন শরীফ লেবুখালী গ্রামের বাসিন্দা মকবুল শরিফের ছেলে।

শীর্ষ সন্ত্রাসী রিপন শরিফের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৪ টি মামলা রয়েছে। রিপন শরিফকে পটুয়াখালীর দুমকি থানায় হস্তান্তর করেছে র‍্যাব। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এমআরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।