ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুন ২৯, ২০২০
কাশিমপুর কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে ওই কয়েদি মারা যান। তিনি ফরিদপুরের কোতয়ালি থানার উত্তর কাজিপুর এলাকার মহর আলী শেখের ছেলে হাসেম শেখ (৫৮)।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সূত্রে জানা গেছে, কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন হাসেম শেখ। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসেম শেখ ফরিদপুরের কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ২০ জুলাই থেকে এ কারাগারে তিনি বন্দি ছিলেন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ২৯, ২০২০
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।