ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নৌপুলিশের মামলা

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ৩০, ২০২০
বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নৌপুলিশের মামলা

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গায় ‘ময়ূর-২’ লঞ্চের ধাক্কায় ‘মর্নিং বার্ড’ লঞ্চ ডুবে ৩৩ জন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে নৌপুলিশ। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টারসহ অন্তত ১৩ জনকে আসামি করা হয়েছে এতে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়েছে।  

মামলার বাদী সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সামসুল আলম বাংলানিউজকে জানান, মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হামিদ ফোয়াদ, মাস্টার আবুল বাশার, জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন হৃদয়, সকানি নাসির মৃধাসহ অজ্ঞাত পাঁচ/ছয়জনকে আসামি করা হয়েছে।

তাদের গাফিলতির কারণেই এই নৌ দুর্ঘটনাটি ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহ জামান বাংলানিউজকে জানান, ময়ূর-২ লঞ্চটি জব্দ করা হয়েছে এবং মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে সোমবার (২৯ জুন) মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকায় আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ময়ূর-২ লঞ্চ পেছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত পুরুষ, নারী ও শিশুসহ ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

** তীরে আনা হয়েছে দুর্ঘটনাকবলিত লঞ্চটি, ফাইনাল সার্চ করা হবে
** লঞ্চডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার, মোট ৩৩
** লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার কাজ শুরু
** বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে মৃত্যু বেড়ে ৩০
** বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে মৃত্যু বেড়ে ২৬
** বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে মৃত্যু বেড়ে ১৭, নিখোঁজ আরও অনেক
** বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে ১২ জন নিহত
** ‘ময়ূরীর’ ধাক্কায় ডুবেছে ‘মর্নিং বার্ড’
** বুড়িগঙ্গায় ৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবি

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।