ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় কাবিখার দুই ট্রাক গম জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ৩০, ২০২০
খুলনায় কাবিখার দুই ট্রাক গম জব্দ

খুলনা: খুলনার পাইকগাছায় পাচারের সময় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের দুই ট্রাক সরকারি গম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পাইকগাছার কাপিলপুনি থেকে এ গম জব্দ করে থানা পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে দুই ট্রাক গম জব্দ করা হয়েছে।

এখনও পুলিশ ঘটনাস্থলে জব্দ করা গমের কাগজপত্র যাচাই করছে। কাগজপত্র যাচাই না করে কিছু বলা যাবে না।

জানা যায়, কয়রার একটি প্রকল্পের এ গম খুলনা শহরের একটি মিলে পাচার করা হচ্ছিল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশ এ গম জব্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad