ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাষ্ট্রকে নাগরিকের পাশে দাঁড়াতে হবে: আ স ম রব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ৩০, ২০২০
রাষ্ট্রকে নাগরিকের পাশে দাঁড়াতে হবে: আ স ম রব

ঢাকা: করোনা পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে মহা দুর্যোগের এই সময়ে রাষ্ট্রকে নাগরিকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

মঙ্গলবার (৩০জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা সরকারের কাছে এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, করোনা মহামারির শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষা বাড়ানোর ওপর জোর দিয়ে আসছে।

দ্রুত পরীক্ষা করে  শনাক্তকরণ যেখানে জরুরি সেখানে পরীক্ষার ওপর মূল্য বা ফি নির্ধারণ কর্মহীন বেকার অসহায় মানুষদের পরীক্ষা করতে নিরুৎসাহিত করবে। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি বাড়বে। যার পরিণতি হবে ভয়াবহ।

নেতৃবৃন্দ বলেন, অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ৪৩ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করছে। ইউনিসেফ বলছে বাংলাদেশের বহু পরিবার এখন তিন বেলা খেতে পায় না। অন্যদিকে হাজার হাজার বন্যার্ত মানুষ আশ্রয়ের সন্ধান করছে। পানিতে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মহামারির এই পরিস্থিতিতে মানুষের যখন উপার্জনের পথ বন্ধ, জীবিকা হুমকির মুখে সেই মুহূর্তে করোনা পরীক্ষায় সরকারি ফি নির্ধারণ সাধারণ জনগণের দুঃখ-দুর্দশার প্রতি উপহাসের নামান্তর।

তারা বলেন, রোগ প্রতিরোধ করার দায়িত্ব সরকারের। করোনা পরীক্ষা রোগ প্রতিরোধ কর্মকান্ডেরই অংশ। তাই করোনা সংক্রমণ বিস্তার রোধে পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।