ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দামুড়হুদায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ৩০, ২০২০
দামুড়হুদায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কাওছার আলী শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ছিলেন।

সোমবার তার শরীরের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিলো।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ বাংলানিউজকে জানান, কাওছার আলি শাহ কয়েকদিন ধরে সর্দি কাশি, জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন। তিনি সোমবার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনাও দিয়েছিলেন। নমুনা পরীক্ষার জন্য আজ কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার আগেই তিনি মঙ্গলবার দুপুরে নিজ বাসায় মারা যান।

জেলায় সোমবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২৩ জন ও মারা গেছেন ২ জন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুন ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।