ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ডা. জাহিদসহ নতুন করে করোনা শনাক্ত ৪০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
রাজশাহীতে ডা. জাহিদসহ নতুন করে করোনা শনাক্ত ৪০

রাজশাহী: রাজশাহীতে শেষ ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতা ডা. এফ.এম.এ. জাহিদসহ নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৩৯ জন ও জেলার মোহনপুরে ১ জন রয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শুক্রবার রামেক ল্যাবে মোট ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তদের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডা. এফ.এম.এ. জাহিদও (৫৭) রয়েছেন।  

মহানগর এলাকার অন্য আক্রান্তরা হলেন- ৩ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা (৪৮), ১২ নম্বর ওয়ার্ডের সাদিয়া (২০), আবিদ (৫০), ১৭ নম্বর ওয়ার্ডের মো. মর্তুজা আলম (৫৮), ২২ নম্বর ওয়ার্ডের রোকেয়া (২৮), ২৪ নম্বর ওয়ার্ডের মনোয়ার হোসেন (৪৩), ২৭ নম্বর ওয়ার্ডের সাহেরা বানু (৬২), অন্তিক (১০), নুপুর (৫০), ৩০ নম্বর ওয়ার্ডের মনোদীপ (২৪)।  

এছাড়া রাজপাড়ার কামরুন নাহার (৩৫), মো. মজিবুর রহমান (৫০), শামীম আহমেদ (৩৭), জাহানারা খাতুন (৪৯), হাজেরা বেগম (৩২), মনোয়ার হোসেন (৪৯), বোয়ালিয়া থানা এলাকার ইসমাঈল হোসেন (৪৩), আবু হানিফ (৫০), ভাটাপাড়ার মো. আমানুল্লাহ (৪০), হেতেম খাঁ এলাকার তোফাজ্জেল হোসেন (৩৫), পদ্মা আবাসিকের ফজলুল হক (৩৮)।

এ বাদে আছেন- ইসলামী ব্যাংকের রাজশাহী শাখার মেরাজুল ইসলাম (৩৫), মো. আফতাব উদ্দীন (৪৪), মো. জসীম উদ্দিন (৩৫), আবুল কালাম (৩৪) ও উপ-শহরের মতিউর রহমান (৪৪)।

অন্যদের মধ্যে আছেন- রামেক হাসপাতালের নাজমা খাতুন (৫৭), শ্রী মনি (৩৭), শিউলি লাহড়ী (৩৯), রফিকুল ইসলাম (২৭), রেজেলা খাতুন (৫০), খায়েশ আলী (৫০), শামসুন নাহার (৩৮), আনোয়ারা পারভীন (৫৬), জাহেরা (৫০), এনামুল হক (৪৯), রফিকুল ইসলাম (৩৫), আলমগীর (৩০)। মোহনপুরের করোনা শনাক্ত হলেন- মামুন-অর-রশীদ (৩৪)।  

নতুন শনাক্ত ৪০ জন নিয়ে রাজশাহী জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৪২ জনে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ৬২৯ জন। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন। বাকিদের মধ্যে মোট ১১৪ জন সুস্থ হয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এসএস/এইচজে   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।