ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

তাদের দু’জনেরই জ্বর ও শ্বাসকষ্ট ছিল।

শনিবার (৪ জুলাই) দুপুরে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।  

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিপাইপাড়ার মেহের উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫) ও বোয়ালিয়া এলাকার আবদুল ওয়াহেদ (৫৭)। তারা দু’জনই রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে (২৯ নম্বর ওয়ার্ড) ভর্তি ছিলেন।

এর মধ্যে গিয়াস উদ্দিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। আর গত ৩ জুলাই রাত ৯টার দিকে করোনা উপসর্গ নিয়ে একই ওয়ার্ডে ভর্তি হন আবদুল ওয়াহেদ। শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।  

দু’জনের মরদেহ থেকেই নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে যে তারা করোনা আক্রান্ত ছিলেন কি না। তবে স্বাস্থ্যবিধি মেনেই তাদের মরদেহ দাফন করতে বলা হয়েছে বলে জানান রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এসএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।