ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাদবাগানে গাঁজা চাষ, চিলেকোঠায় বাংলা মদ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
ছাদবাগানে গাঁজা চাষ, চিলেকোঠায় বাংলা মদ! ছাদবাগানে চাষ করা গাঁজা গাছ

ঢাকা: ঢাকার সাভার এলাকার বাসিন্দা ফ্রান্সিস গোমেজ (৬০) শুধু মাদক চোরাকারবারীই নন, নিজের বসতবাড়ির ছাদবাগানে করতেন গাঁজার চাষ আর চিলেকোঠায় বানাতেন দেশীয় বাংলা মদ।

শনিবার (৪ জুলাই) তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

এ সময় ফ্রান্সিস গোমেজের বাড়ি থেকে ৫টি গাঁজা গাছ এবং দেশীয় মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ১ হাজার লিটার মদ জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল জানান, সাভারের রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী ফ্রান্সিস গোমেজকে আটক করা হয়। তিনি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
জব্দ করা মদ
তিনি দীর্ঘদিন ধরে নিজের বাসার ছাদে গাঁজা চাষ এবং বাসার চিলকোঠায় বাংলা মদ তৈরি করে আসছিলেন। এসব মদ ও গাঁজা সাভারসহ মিরপুর ও রাজধানীর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন ফ্রান্সিস।

অপর এক অভিযানে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪। আটকরা হলেন—আব্দুল বাসেদ (২৪), কুতুবুল আলম (২৫) ও ববি (২০)।

আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সাজেদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।