ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বান্দরবানে করোনায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
বান্দরবানে করোনায় বৃদ্ধার মৃত্যু

বান্দরবান: করোনা আক্রান্ত হয়ে বান্দরবানে চিকিৎসাধীন অবস্থায় হোসনে আরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ জুলাই) বিকেলে তিনি মারা যান। হোসনে আরা বান্দরবান পৌরসভার নিউগুলশান এলাকার বাসিন্দার।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, শুক্রবার (৩ জুলাই) করোনা পজিটিভ শনাক্ত হন হোসনে আরা। এর আগে তিনি শারীরিক অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরে বান্দরবান হাসপাতালের পার্শ্ববর্তী নার্সিং ইনস্টিটিউটের স্থাপিত করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে তার অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রামে রেফার করেন। কিন্তু রোগীর পরিবার তাকে চট্টগ্রামে না নিয়ে বান্দরবান হাসপাতালে চিকিৎসাধীন রাখা অবস্থায় বিকেলে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এনিয়ে বান্দরবানে করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হলো।

সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য রেফার করা হয়েছিল। কিন্তু তারা চট্টগ্রামে না নিয়ে বান্দরবানেই চিকিৎসায় আগ্রহ দেখান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে হাসপাতালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।