ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে সালিশ বৈঠকে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
উজিরপুরে সালিশ বৈঠকে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

বরিশাল: বরিশালের উজিরপুরে শালিস বৈঠকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

রোববার (০৫ জুলাই) সকালে বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ ঘটনা ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজিরপুরের বামরাইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মিরাজ ফরাজীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বক্তব্য তুলে ধরায় একই এলাকার নাসির ফরাজীর ওপর হামলা চলানো হয়।

এ ঘটনার পর নাসির ফরাজী থানায় লিখিত অভিযোগ করেন।

পরবর্তীতে এ বিষয়টি নিয়ে বামরাইল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবিরের উপস্থিতিতে রোববার (০৫ জুলাই) সকাল ১০টার দিকে বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে মীমাংসার জন্য বৈঠকে বসে উভয় পক্ষ।

বৈঠক চলাকালে উভয়পক্ষ আকস্মিক সংঘর্ষে জড়িয়ে পড়লে নাসির ফরাজী, বসার ফরাজী ও মিরাজ ফরাজীসহ উভয় পক্ষের ৪ জন আহন হন।

নাসির ফরাজী জানান, সালিশ বৈঠকের মধ্যে পরিকল্পিতভাবে মিরাজ ফরাজীর লোকজন তাদের ওপর হামলা চালিয়ে শাকিল হাওলাদারের মোটর সাইকেল ভাংচুর করে তাদের আহত করে।  

এদিকে মিরাজ ফরাজী বলেন, নাসির ফরাজী ২০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালায়। সালিশ বৈঠকের সময় শাকিল জুনায়েতসহ ১০/১৫ জন আমাদের ওপর হামলা চালায়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. হেলাল উদ্দিন জানান, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এক পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।