ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় করোনা আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
মাগুরায় করোনা আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

মাগুরা: মাগুরা সদর উপজেলার কান্দা বাঁশকোটা গ্রাম করোনা আক্রান্ত হয়ে এক কৃষকের (৬৫) মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৭টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।  

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বাংলানিউজকে জানান, তিনি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

এ অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এ নিয়ে মাগুরায় মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থা মারা গেলেন। জেলায় মোট ১৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৮ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।