ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে প্রাইভেটকারের ধাক্কায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
কটিয়াদীতে প্রাইভেটকারের ধাক্কায় কিশোর নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আশরাফুল ইসলাম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা হিরো মিয়া।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
আশরাফুল উপজেলার আচমিতা গ্রামের হিরো মিয়ার ছেলে।

পেশায় তারা ঠেলাগাড়ি চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আশরাফুল তার বাবার সঙ্গে ঠেলাগাড়ি নিয়ে আচমিতা বাজারের দিকে যাচ্ছিল। এসময় কটিয়াদী থেকে আসা একটি প্রাইভেটকার আশরাফুলকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার বাবা হিরো মিয়া আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে আসার আগেই প্রাইভেটকারটি পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।