রাজধানীর মিরপুর এলাকায়ও রয়েছে মাদকের বিস্তার। মাদকের জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে ধারাবাহিক অভিযান করছে পুলিশের মিরপুর বিভাগ।
মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) এমএম মঈনুল ইসলাম বাংলানিউজকে বলেন, মাদকমুক্ত মিরপুর গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ‘এক তাল এক সুর, মাদকমুক্ত মিরপুর’ এ স্লোগানকে সামনে রেখে অভিযান পরিচালনার করছি আমরা।
তিনি বলেন, উপ-কমিশনার মো. মোস্তাক আহমেদ নিদের্শনায় মিরপুর থানা এলাকার ক্ষুদ্র ও মাঝারি এবং বড় মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী পুলিশ এর মধ্যে অভিযান শুরু করা হয়েছে। পুলিশ সদস্যদের মধ্যে যারা মাদক কারবারি, সেবন এবং সহযোগী হিসেবে কাজ করছেন, তাদের কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। অদূর ভবিষ্যতে আমরা মিরপুরকে মাদকমুক্ত হিসেবে ঘোষণা করতে পারবো।
এসময় মিরপুর থানার সব পুলিশ সদস্যকে মহামারি করোনাকালে দায়িত্ব পালনের জন্য সুরক্ষা সামগ্রী দেন মিরপুর বিভাগের ডিসি মো. মোস্তাক আহমেদ।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
এসজেএ/ওএইচ/