দুপুর ১টার দিকে মসজিদগুলোর ভেতর ও বাইরের দিক কানায় কানায় পূর্ণ হয়ে গেলে রাস্তায় আরও শত শত মুসল্লি নামাজ আদায় করেন। ফেনী বড় জামে মসজিদ ও জহিরিয়া মসজিদে জুমার নামাজে অংশ নিতে অনেক মুসল্লি গ্রাম থেকেও আসেন।
মুসল্লিদের নিরাপত্তার নিশ্চিত করতে বড় জামে মসজিদ, জহিরিয়া মসজিদ ও কোর্ট মসজিদের সামনে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিভিন্ন মসজিদে দেশের শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ বাংলানিউজকে বলেন, ফেনীবাসীসহ দেশ ও জাতির কল্যাণে এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ করা হয়। আর জুমাতুল বিদা হওয়ায় এ দিন অন্যান্য সময়ের চেয়ে মুসল্লির উপস্থিতি ছিল অনেক বেশি।
ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, মুসল্লিরা যাতে নিরাপদে নামাজ পড়তে পারেন, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১৯
এসএইচডি/টিএ